ABP Ananda LIVE : তৎকালীন শিক্ষামন্ত্রী, SSC-র চেয়ারম্য়ান থেকে মধ্য়শিক্ষা পর্ষদের সভাপতি। স্কুলে নিয়োগ দুর্নীতির জেরে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হতে হয়েছে, তৃণমূল সরকারের শিক্ষা দফতরের মাথাদের। বিরোধীদের দাবি, এটা যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি না হয়, তাহলে আর কোনটা হবে! পাশাপাশি, প্রশ্ন উঠছে, প্রতিষ্ঠানের ওপর থেকেই যদি আস্থাটা টলে যায়, তাহলে কোথায় যাবেন চাকরিপ্রার্থীরা?