ABP Ananda LIVE : এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যাঁরা আছেন, তাঁদের জন্য় আরও একবার দেখাব, প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক ও অশিক্ষককর্মীর চাকরি বাতিল করে কী বলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সবার নজর থাকবে, মঙ্গলবারের দিকে। কারণ, অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে রাজ্য় মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকবে কিনা, তা নিয়েই ওইদিন সর্বোচ্চ আদালতে শুনানি হবে।