¡Sorpréndeme!

SSC News : SSC-তে সুপার নিউমেরারি পোস্টের আড়ালেই কি সুপার জালিয়াতি?

2025-04-04 0 Dailymotion

ABP Ananda LIVE : কারা অতিরিক্ত শূন্য়পদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন, তা নিয়ে কি তদন্ত চালিয়ে যাবে CBI? ৮ তারিখ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত শুনানি রয়েছে। গত বছর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, অতিরিক্ত শূন্য়পদ তৈরি করা নিয়ে, রাজ্য় মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখবে CBI. কিন্তু এই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য় সরকার। তাতে CBI-তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখন দেখার, ৮ তারিখ কী নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।