ABP Ananda LIVE: সিপিএম-বিজেপিই এটা করাল। লক্ষ্য়, রাজ্য়ের শিক্ষা ব্য়বস্থায় বিপর্যয় তৈরি করা। আজ সুপ্রিম কোর্টের রায়ের পর এভাবেই বিরোধীদের নিশানা করলেন মুখ্য়মন্ত্রী। দুহাজার ষোলো সালে মন্ত্রী থাকার কথা বলে, দুর্নীতি ইস্য়ুতে নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতাও। পাশাপাশি, এই মামলা লড়ায়, বিকাশ ভট্টাচার্যকে, বিশ্বের সবচেয়ে বড় আইনজীবী বলে কটাক্ষ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, ওনাকে নোবেল পুরস্কারের সুপারিশ করব! পাল্টা জবাব দিয়েছে, সিপিএমের আইনজীবী-সাংসদ। বিজেপিও দাবি করছে, এর দায় রাজ্য় সরকারকেই নিতে হবে।