¡Sorpréndeme!

SSC News:'আমি যে যোগ্য আর কীভাবে প্রমাণ করব?' মন্তব্য চাকরিহারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের টপারের

2025-04-03 2 Dailymotion

ABP Ananda Live: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের টপার, রাজ্যপালের কাছ থেকে স্বর্ণপদক পেয়েছেন, তাঁকে নাকি এই দুর্নীতির জন্য তাঁর চাকরি চলে যাচ্ছে। 'আমি যে যোগ্য আর কীভাবে প্রমাণ করব? আমার বাবা-মা আমা ওপর নিরর্ভরশীল। আজকের পর থেকে জানি না আমার সঙ্গে কী হবে? এই খবর পেয়ে আমি প্রচণ্ড ভেঙে পড়েছি। আমি বিশ্ববিদ্যালয়ের টপার, অবশ্যই আমি যোগ্য। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার করেছি। বিশ্ববিদ্যালয়ের টপার, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি'। বললেন চাকরিহারা।