ABP Ananda Live: চাকরি বাতিল হওয়া নিয়ে এদিন সরাসরি মমতাকে দায়ী করেন সুকান্ত। অযোগ্যদের জন্যই যোগ্যদের চাকরি গিয়েছে বলে যেমন দাবি করেন, সেই সঙ্গে ২৬ হাজার চাকরি চলে যাওয়ার জন্য মমতাকে দায়ী করেন। সেই নিয়ে মমতা বলেন, "এত মানুষের চাকরি পাওয়ার পর বিজেপি-র মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, সরি আমি ওঁর নাম নিতে চাই না। আমি দেখেছি। বলেছেন, অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গিয়েছে, তার জন্য না কি আমি দায়ী! তা আপনারা যখন মামলা করলেন, একবারও ভাবলেন না কারা যোগ্য, কারা অযোগ্য! সেটা সরকারকেও ভাবতে দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন নিশানা করা হবে? বাংলার ছেলেমেয়েরা কী দোষ করেছে? এখনও ১ লক্ষ শূন্যপদ রয়েছে। এই মামলার জন্য করতে পারছিলাম না।"