ABP Ananda LIVE : কলকাতার পাশাপাশি হাওড়াতেও রামনবমী নিয়ে সর্তক পুলিশ। রবিবার রামনবমী উপলক্ষে জোড়া মিছিলের ডাক । বটানিক্যাল গার্ডেন-মল্লিক ফটক ও নরসিংহ মন্দির-হাওড়া ময়দান জোড়া মিছিলের ডাক। ২০০টি বাড়ির ছাদ থেকে নজরদারি চালাবে হাওড়া পুলিশ, উড়বে ড্রোন। থাকছে কন্ট্রোল রুম, সিসি ক্যামেরায় চলবে নজরদারি। হাওড়ায় রামনবমীর মিছিলে ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা পুলিশের। হাওড়ায় নজরদারিতে মোতায়েন ২৪ জওয়ানের কমান্ডো টিম।