¡Sorpréndeme!

Waqf Amendment Bill: লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। প্রতিবাদে স্লোগান বিরোধীদের

2025-04-02 0 Dailymotion

ABP Ananda LIVE : বিতর্কের মধ্যেই লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। সেই নিয়ে সরগরম দেশের সংসদ। অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু বিল পেশ করা সময় তীব্র বিরোধিতা জানান বিরোধীরা। তবে বিজেপি-র তরফে বিল পাশ নিয়ে আত্মবিশ্বাস ধরা পড়ছে। কারণ কেন্দ্রে তাদের জোট নির্ভর সরকারের শরিক দলগুলি, TDP, JDU, শিবসেনা (একনাথ শিন্ডে), লোক জনশক্তি পার্টি রামবিলাস শাখা ইতিমধ্যেই বিলটিতে সমর্থন জানিয়েছে। দলের সব সাংসদকে দুই কক্ষে হাজির থাকতে বলে হুইপ জারিও করেছে বিজেপি ও জোট সরকারের শরিক দলগুলি। বিলের বিরোধিতায় এককাট্টা কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূলও। ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য আট ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। (Waqf Amendment Bill)