ABP Ananda Live: বিতর্কের মধ্যেই লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। সেই নিয়ে সরগরম দেশের সংসদ। অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু বিল পেশ করা সময় তীব্র বিরোধিতা জানান বিরোধীরা। তবে বিজেপি-র তরফে বিল পাশ নিয়ে আত্মবিশ্বাস ধরা পড়ছে। কারণ কেন্দ্রে তাদের জোট নির্ভর সরকারের শরিক দলগুলি, TDP, JDU, শিবসেনা (একনাথ শিন্ডে), লোক জনশক্তি পার্টি রামবিলাস শাখা ইতিমধ্যেই বিলটিতে সমর্থন জানিয়েছে। দলের সব সাংসদকে দুই কক্ষে হাজির থাকতে বলে হুইপ জারিও করেছে বিজেপি ও জোট সরকারের শরিক দলগুলি। বিলের বিরোধিতায় এককাট্টা কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূলও। ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য আট ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। রিজিজু বলেন, "সরকার কোনও ধর্মীয় সংগঠন বা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করছে না। কোনও মসজিদের সম্পত্তিতে হস্তক্ষেপ করছি না আমরা। ওয়াকফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই, সম্পত্তি সংক্রান্ত বিষয় এটি। যে কোনও ভারতীয় ওয়াকফ সম্পত্তি তৈরি করতে পারে বলে ১৯৯৫ সালে লেখা ছিল না। আপনারা এই পরিবর্তন ঘটিয়েছিলেন। আমরা বলেছি, অন্তত পক্ষে ৫ বছর ইসলামের অনুগামী হলে তবেি তা করা যাবে। ওয়াকফ বোর্ডে শিয়া, সুন্নি, বোহরা, মুসলিমদের অনগ্রসর শ্রেণিও থাকবে, মহিলা সদস্যও থাকবেন এবং অমুসলিম বিশেষজ্ঞকেও রাখার কথা বলা হয়েছে। চারজন অমুসলিম সদস্য রাখতেই হবে, তবে দুই মহিলা সদস্য থাকা বাধ্যতামূলক।"