¡Sorpréndeme!

Mamata Banerjee: 'বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সরকারের অনেক টাকা খরচ হয়', বললেন মমতা

2025-04-02 0 Dailymotion

ABP Ananda Live: 'বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সরকারের অনেক টাকা খরচ হয়'। 'আমরা খুব কম টাকায় জেনেরিক ওষুধ সরবরাহ করি'। 'স্বাস্থ্য বিমাতেও জিএসটি চাপিয়ে দিয়েছে'। 'একটা নতুন ধর্মকে আমদানি করতেই কি কেন্দ্রীয় সরকার আছে?' 'শুধু দেশের মধ্যে বিভাজন করা, আর দাঙ্গা করতেই কি আছে?' 'ইদের মতো আমরা চাই, রামনবমীও শান্তিপূর্ণভাবে হোক'।'কিন্তু আমি দেখছি, ৭৪৮টি ওষুধের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে'। 'গরিব, সাধারণ মানুষ এই সব ওষুধ কেনে, হঠাৎ দাম বাড়িয়েছে'। 'যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে চিকিৎসা করার, তাদেরই ওষুধের মূল্যবৃদ্ধি'। 'অত্যাবশ্যকীয় ওষুধ, এমনকি প্যারাসিটামলেরও দাম বাড়িয়ে দিয়েছে'। ওষুধের মূল্যবৃদ্ধির প্রত্যাহারের দাবিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। '৬ তারিখ কিছু করব না, শুক্র-শনিবার এক ঘণ্টা ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি'। ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে ব্লকে ব্লকে প্রতিবাদের ডাক মমতার ।