ABP Ananda Live: ওয়াকফ বিল নিয়ে অখিলেশ বলেন, "সরকার গ্যারান্টি দিক যে কারসাজি করে ওয়াকফ সম্পত্তি অন্য কারও হাতে তুলে দেওয়া হবে না। বলা হয়েছে পাঁচ বছরের ধর্মচারণ, জেলাশাসককে দিয়ে সমীক্ষা, বোর্ডে বাইরের লোকজনকে রাখার সিদ্ধান্ত, আসল উদ্দেশ্য একটাই, মুসলিম ভাইদের অধিকার ছিনিয়ে নিয়ে তাঁদের গুরুত্ব এবং নিয়ন্ত্রণকে কমিয়ে আনা। বলা হচ্ছে, উচ্চ আদালতে যাওয়া যাবে। আসলে দীর্ঘ সময় আইনি লড়াইয়ে আটকে রাখার ফন্দি। ওয়াকফ বিলের নীতি, উদ্দেশ্য, কোনওটাই ঠিক নয়। আসলে দেশের কোটি কোটি মানুষের বাড়ি, দোকান ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র। বিজেপি একটি অগণতান্ত্রিক দল। মতানৈক্যকেই শক্তি মনে করে। দেশের অধিকাংশ রাজনৈতিক দল যখন বিরুদ্ধে, তার পরও এই বিল কেন? এটা আসলে বিজেপি-র রাজনৈতিক কৌশল, সাম্প্রদায়িক রাজনীতির নতুন রূপ, যা আপনাদের দংশন করবে। বাইরে লেখে সত্যমেব জয়তে, আসলে অসত্য কথা বলে। বিজেপি ওয়াকফ বিলের মাধ্যমে নিজের সেই সব সমর্থকদের তুষ্ট রাখতে যায়, যাঁরা অর্থনৈতিক নীতি, মূল্যবৃদ্ধিতে অসন্তুষ্ট হয়ে বিজেপি-র থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বিজেপি-র ভোট কমে গিয়েছে। তাই ভোট বাড়ানোর পরিকল্পনাই এই বিল। ওয়াকফ সম্পত্তি হাতিয়ে পিছনের দরজা দিয়ে নিজেদের লোকজনকে পাইয়ে দিতে চায়। জানে ওয়াকফ সম্পত্তি নিয়ে মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগবেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি লাভবান হবে, বিভাজনের রাজনীতিতে সফল হবে।"