ABP Ananda Live: কালনায় বিজেপির পোস্টার-তরজা। শমীক ভট্টাচার্যের নামে কালনায় বিজেপির পোস্টার। রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যর নামে পোস্টার। কালনা শহরের পুরনো বাস স্ট্যান্ড সহ একাধিক জায়গায় পড়েছে পোস্টার। বিষয়টি ওদের অভ্যন্তরীণ বিষয়, এর মধ্যে তৃণমূলের যোগ নেই, প্রতিক্রিয়া কালনার তৃণমূল বিধায়কের। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি শহর সভাপতির। বিজেপি এই কাজ করতে পারে না, এটা তৃণমূলের কাজ, পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপির।