¡Sorpréndeme!

Dholahat: বাজি প্রস্তুতকারী সংস্থাগুলো লোকালয়ের থেকে দূরত্বে স্থাপন করতে বৈঠক করব : ADG দক্ষিণবঙ্গ

2025-04-01 0 Dailymotion

ABP Ananda LIVE : 'বাজি প্রস্তুতকারী সংস্থাগুলো লোকালয়ের থেকে দূরত্বে স্থাপন করতে বৈঠক করব', বললেন ADG দক্ষিণবঙ্গ। 'আগে বাজিতে বিস্ফোরণ, নাকি গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা?''কীভাবে ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে'। বিস্ফোরণের সময় বাড়িতে ৮জন ছিলেন: ADG দক্ষিণবঙ্গ। 'বিস্ফোরকের ধারায় কোনও মামলা দায়ের হয়নি'। 'কেন বাজি মজুত, কেন দায়িত্বজ্ঞানহীন কাজ করলেন, খতিয়ে দেখা হচ্ছে'। 'এর আগে ২০২২ সালেও চন্দ্রকান্ত বণিক গ্রেফতার হয়েছিলেন'। 'কী লাইসেন্স ছিল, বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা দেখা হচ্ছে'। 'মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তাঁর পরিবারই এর মাসুল গুনছে'। 'বাজি ব্যবসার সঙ্গে অনেক পরিবার যুক্ত থাকে'। 'দুর্ঘটনা ঘটতেই পারে, আমরা সংগঠনের সঙ্গে কথা বলব'। 'কীভাবে ঘটনা ঘটল, যারা বলতে পারতেন, তাঁরা কেউ বেঁচে নেই'। 'ফরেন্সিক পরীক্ষার পরেই এব্যাপারে সব কিছু বলা যাবে'।