ABP Ananda LIVE : 'অর্জুন সিংহই বিকাশ বোসকে হত্যা করেছিল, আগামীদিনে প্রমাণ করে দেব। এখানকার সমস্ত সিরিয়াল কিলিং অর্জুন সিংহ করেছে। অর্জুন একটা খুনি, ব্যাঙ্কে ডাকাতি করা লোক। প্রমাণ করে দেব। এর আগেও আপনার রিভলভার থেকে গুলি চলেছে।', অর্জুনকে আক্রমণে সোমনাথ শ্যাম।