¡Sorpréndeme!

Siliguri News: চলন্ত স্কুল বাস থেকে খুলে গেল পিছনের ২টি চাকা, অল্পের জন্য রক্ষা পড়ুয়াদের

2025-04-01 1 Dailymotion

ABP Ananda Live: শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে স্কুল বাস। শিলিগুড়ি জলপাই মোড়ে চলন্ত স্কুল বাস থেকে খুলে গেল পিছনের ২টি চাকা। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা। আতঙ্কিত হয়ে পড়ে স্কুল পড়ুয়ারা, পরে তাদের উদ্ধার করা হয়।




শেষ রক্ষা হল না, এসএসকেএম-এ মৃত্যু সুতপা বণিকের, ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮ !

বাড়িতে মজুত করা বাজি কাড়ল প্রাণ! দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণ। আগুনে ছারখার গোটা বাড়ি। মৃত্যু হল ৪ শিশু-সহ একই পরিবারের ৭জনের। খোঁজ মিলছে না আরও ৪ সদস্যের। প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে চলছিল বাজি কারখানা, দাবি স্থানীয়দের একাংশের। লাইসেন্স থাকার পাল্টা দাবি করেছেন পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক। দাউদাউ করে জ্বলছে প্রায় গোটা বাড়িটা!আগুনের লেলিহান শিখার মধ্য়ে পরপর বিস্ফোরণ। চারদিকে কান্না আর স্বজনহারানোর হাহাকার।