ABP Ananda Live: সল্টলেকে বেসরকারি হাসপাতালের পাশে আগুন। সকাল ১১টা নাগাদ মণিপাল হাসপাতালের একটি বিল্ডিংয়ে বেসমেন্টে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কী থেকে আগুন, তা এখনও স্পষ্ট নয়।
শেষ রক্ষা হল না, এসএসকেএম-এ মৃত্যু সুতপা বণিকের, ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮ !
হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হল না। ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল আরও একজনের। এসএসকেএম-এ মৃত্যু সুতপা বণিকের। শেষ অবধি পাওয়া খবরে, ঢোলাহাটে বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে হল ৮ ! একই পরিবারের ৩ শিশু-সহ ৮ জনের মৃত্যু। মৃতদের মধ্যে ৬ মাসের দুই শিশু, ৬ বছরের শিশুকন্যা, ৯ বছরের বালক, ৮০ বছরের বৃদ্ধা। 'প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে চলছিল বাজি কারখানা', পুলিশ থেকে বিধায়ক, পঞ্চায়েত সবাই সব জানত, দাবি এলাকাবাসীর। লাইসেন্স থাকার পাল্টা দাবি পাথরপ্রতিমার তৃণমূল বিধায়কের।