¡Sorpréndeme!

Dholahat News: ঢোলাহাটে বিস্ফোরণ, মৃত ৮। কী অভিযোগ স্থানীয়দের? ABP Ananda Live

2025-04-01 1 Dailymotion

ABP Ananda Live: রাত ৮.৩০ টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট। বিস্ফোরণের অভিঘাত ছিল এতটাই, দূর দূর থেকে শোনা যায় সেই শব্দ।   উড়ে যায় ছাদ। পুড়ে খাক হয়ে যায় বাড়ি। এত জোরে বিস্ফোরণ হয় যে, বাড়ির আসবারপত্র ছিটকে গিয়ে পড়ে পাশের মাঠে। জানলার গ্রল সহ দেওয়াল উড়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। ৪ শিশু সহ ৮ জন ঢলে পড়ে মৃত্যুর কোলে। ৬ মাসের শিশু অস্মিতা বণিক, অঙ্কিত বণিক, ৬ বছরের অনুষ্কা বণিক, ৯ বছরের অর্ণব বণিক শেষ হয়ে যায়। এছাড়া মৃত্যু হয় ২৮ বছর বয়সি সান্ত্বনা বণিক, ৬৫ বছরের অরবিন্দ বণিক এবং ৮০ বছরের প্রভাতী বণিকের। বসত বাড়িতে এত বাজি মজুত ছিল কেন? কোথায় ছিল নজরদারি? সেই প্রশ্ন উঠছে।