Chhok Bhanga Chhota : 'ইদের দিন কে কী খাবে, কে কী পরবে, কে কোথায় থাকবে সেটা নিয়ে বিধিনিষেধ থাকবে কেন ?''সবকা সাথ সবকা বিকাশ স্লোগান মিথ্যা'। 'হিন্দু, খ্রীষ্টানরা সংখ্যালঘুদের বিপক্ষে নয়, কিছু রাজনৈতিক ব্যক্তি এই নিয়ে রাজনীতির ব্যবসা চালায়'। 'আপনারা একসঙ্গে থাকলে এই রাজনীতির ব্যবসা বন্ধ করে দেব'। রেড রোডের ইদের অনুষ্ঠান থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়।