ABP Ananda LIVE : সৌগতর কাছে শ্রেষ্ঠ বিধায়ক সায়ন্তিকা ! মঞ্চেই খোঁচা ব্রাত্যর। 'দৌড়তে দৌড়তে এসেছি কারণ শ্রেষ্ঠ বিধায়ক ডেকেছেন'। বরানগরের অনুষ্ঠানে মঞ্চেই সায়ন্তিকার প্রশংসায় পঞ্চমুখ সৌগত। 'সায়ন্তিকাকে শ্রেষ্ঠ বলে চিরতরুণ মনের পরিচয় দিচ্ছেন সৌগতদা'। আমিও তো এলাকার বিধায়ক, চিরতরুণ মনের গভীর পরিচয়'। স্কুলের অনুষ্ঠানেই এক বিধায়কের প্রশংসায় সাংসদ। খোঁচা শিক্ষামন্ত্রীর।