¡Sorpréndeme!

Mamata Banerjee: ইদের অনুষ্ঠান থেকে বাম-বিজেপিকে একযোগে নিশানা মমতার, কী বললেন তিনি?

2025-03-31 1 Dailymotion

ABP Ananda Live: 'বাম-রাম একসঙ্গে কলকাতা থেকে টিকিট কেটে গেছিল'। 'সেখানে গিয়ে আমায় প্রশ্ন করল, তুমি কি হিন্দু ?' 'আমি বললাম, গর্বের সঙ্গে আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রীষ্টান'। 'এরা কী চায়, এরা কি ডিভাইড অ্যান্ড রুল চায়?' 'আমি তা চাই না', 'দেশের জন্য আমার জীবন নিয়োজিত করেছি'। 'প্রতিটি ধর্ম, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি পরিবারের জন্য আমার জীবন নিয়োজিত'। 'যে চিৎকার করে, তাকে চিৎকার করতে দিন'।  

বিজেপি পঞ্চায়েত সদস্যের দুই আত্মীয় বাংলাদেশের বাসিন্দা, 'নাম রয়েছে ভোটার তালিকায়' 

বিজেপি পঞ্চায়েত সদস্যের দুই আত্মীয় বাংলাদেশের বাসিন্দা, কিন্তু তাঁদের নাম রয়েছে এ রাজ্যের ভোটার তালিকায়। তৃণমূলের অভিযোগ ঘিরে  উত্তর ২৪ পরগনার গাইঘাটার ডুমা গ্রাম পঞ্চায়েতে শোরগোল। তৃণমূলের ব্লক সভাপতির অভিযোগ, বিজেপি পঞ্চায়েত সদস্য সুব্রত বৈদ্যর দুই আত্মীয় বাংলাদেশে থাকেন, কিন্তু এ রাজ্যের ভোটার তালিকায় নাম থাকায়, প্রতিবার ভোট দিয়ে তাঁরা চলে যান। ডুমা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল।