¡Sorpréndeme!

Abhishek Banerjee: 'বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে', কাদের নিশানা করলেন অভিষেক?

2025-03-31 5 Dailymotion

ABP Ananda Live: 'যারা আগুন নিয়ে খেলা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে'। 'কেউ যেন তাদের ষড়যন্ত্রে পা দেবেন না'। 'বাংলায় যেখানে ওরা ১৮ আসন জিতে এসেছিলেন'। 'সেখানে বাংলার মানুষই ওদের ৬ টি আসনে হারিয়েছেন'। 'যদি বাংলার সবাই একজোট না হত, তাহলে গোটা দেশে ওদের একনায়কতন্ত্র চলতেই থাকত'। 'যারা বিভেদের কথা বলে, ভাইয়ের সঙ্গে ভাইকে লড়িয়ে দেওয়ার কথা বলে'। 'তাদের এটা বোঝা উচিত, যে চাঁদকে দেখে আমরা ইদ পালন করি'। 'সেই চাঁদকে দেখেই কড়ওয়া চৌথ পালন করা হয়'। রেড রোডের সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।




দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হট ডে পরিস্থিতি 




উষ্ণ ইদ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হট ডে পরিস্থিতি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম অনেকটাই বেশি থাকবে। কলকাতাতেও বেলা গড়ালে অস্বস্তি বাড়বে। তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁতে পারে।