¡Sorpréndeme!

Ramnavami News: রামনবমীর আগেই চড়ছে পারদ, অস্ত্র মিছিলের ডাক

2025-03-31 0 Dailymotion

ABP Ananda Live: রামনবমীর আগেই চড়ছে পারদ। শহরজুড়ে রামনবমীর হোর্ডিং। শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলায় লাগানো হোর্ডিংয়ে প্রধানমন্ত্রী ও শুভেন্দুর মুখ।  রামনবমীর আগে তুঙ্গে তরজা। বাধা পেলে প্রতিশোধ, হুঙ্কার ফালাকাটার বিজেপি বিধায়কের। অস্ত্র মিছিলের ডাক নদিয়ার বিজেপি নেতার। ধর্ম নিয়ে রাজনীতির ব্যবসা, আক্রমণ কুণালের। 

বিজেপি পঞ্চায়েত সদস্যের দুই আত্মীয় বাংলাদেশের বাসিন্দা, 'নাম রয়েছে ভোটার তালিকায়'

বিজেপি পঞ্চায়েত সদস্যের দুই আত্মীয় বাংলাদেশের বাসিন্দা, কিন্তু তাঁদের নাম রয়েছে এ রাজ্যের ভোটার তালিকায়। তৃণমূলের অভিযোগ ঘিরে  উত্তর ২৪ পরগনার গাইঘাটার ডুমা গ্রাম পঞ্চায়েতে শোরগোল। তৃণমূলের ব্লক সভাপতির অভিযোগ, বিজেপি পঞ্চায়েত সদস্য সুব্রত বৈদ্যর দুই আত্মীয় বাংলাদেশে থাকেন, কিন্তু এ রাজ্যের ভোটার তালিকায় নাম থাকায়, প্রতিবার ভোট দিয়ে তাঁরা চলে যান। ডুমা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল।