¡Sorpréndeme!

Eid News: আজ খুশির ইদ, কী বার্তা দিলেন মমতা? ABP Ananda Live

2025-03-31 1 Dailymotion

ABP Ananda Live: কলকাতাতেও পালিত হচ্ছে খুশির ইদ। রেড রোডে নমাজ পাঠ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পার্ক সার্কাসের শামসুল হুদা রোডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রিজওয়ানুর রহমানের বাড়িতে গিয়ে তাঁর মায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, বেলগাছিয়ায় জাতীয় পতাকা নিয়ে ইদ পালন করা হয়।উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও তৃণমূল বিধায়ক অতীন ঘোষ, ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা ও তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তী। চেতলায় ইদের উৎসবে মাতেন মেয়র ও পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বাম-রাম একসঙ্গে কলকাতা থেকে টিকিট কেটে বিদেশে গেছিল। সেখানে আমায় প্রশ্ন করল, তুমি কি হিন্দু? আমি গর্বের সঙ্গে বললাম, আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রিস্টান, এরা কী চায়, এরা কি বিভাজন চায়? আমি তা চাই না। দেশের জন্য আমার জীবন নিয়োজিত করেছি। প্রতিটি ধর্ম, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি পরিবারের জন্য আমার জীবন নিয়োজিত। আপনারা ভাল থাকলে, আমরাও ভাল থাকব। যে চিৎকার করে, তাকে চিৎকার করতে দিন। যারা উল্টোপাল্টা কথা বলে, তাদের বলতে দিন। ঠিক সময়ে তাদের উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু, ওদের স্পর্শ করবেন না। ওদের স্পর্শ করার চেষ্টা করলে ওরা গুরুত্ব পেয়ে যাবে। রেড রোডে ইদের নমাজ পাঠ অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিয়ে রাম-বামকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।