ABP Ananda Live: নিউটাউনে ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে রক্তাক্ত অবস্থায় টোটোচালকের দেহ উদ্ধার। গভীর রাতে তিনরাস্তার মোড়ে প্রকাশ্য রাস্তায় তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। দেহের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের গভীর ক্ষতচিহ্ন । খুনে জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ।
বিজেপি পঞ্চায়েত সদস্যের দুই আত্মীয় বাংলাদেশের বাসিন্দা, 'নাম রয়েছে ভোটার তালিকায়'
বিজেপি পঞ্চায়েত সদস্যের দুই আত্মীয় বাংলাদেশের বাসিন্দা, কিন্তু তাঁদের নাম রয়েছে এ রাজ্যের ভোটার তালিকায়। তৃণমূলের অভিযোগ ঘিরে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ডুমা গ্রাম পঞ্চায়েতে শোরগোল। তৃণমূলের ব্লক সভাপতির অভিযোগ, বিজেপি পঞ্চায়েত সদস্য সুব্রত বৈদ্যর দুই আত্মীয় বাংলাদেশে থাকেন, কিন্তু এ রাজ্যের ভোটার তালিকায় নাম থাকায়, প্রতিবার ভোট দিয়ে তাঁরা চলে যান। ডুমা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল।