ABP Ananda Live: প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার নাগপুরে আরএসএস-এর সদর দফতরে গেলেন নরেন্দ্র মোদি। ভূয়সী প্রশংসা করলেন সঙ্ঘের। এখন প্রশ্ন হল, মহারাষ্ট্র-হরিয়ানার মতো পশ্চিমবঙ্গ ও বিহারের ভোটেও কি বিজেপিকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে তেড়েফুঁড়ে নামবে আরএসএস?