ABP Ananda Live: ১২ বছর পরে নাগপুরে আরএসএসের সদর দফতরে প্রধানমন্ত্রী। সঙ্ঘ প্রধানের সঙ্গে সাক্ষাৎ মোদির। সংগঠন-সমর্পণ-সেবার ত্রিবেণী সঙ্ঘ। আরএসএস ভারতের অমর সংসকৃতির আধুনিক অক্ষয় বট। 'আমি' নই, 'আমরা', এটাই মন্ত্র সঙ্ঘের। নাগপুরের অনুষ্ঠানে বললেন মোদি।