¡Sorpréndeme!

Swar Garam: মমতাকে লন্ডনে হেনস্থার অভিযোগে ফ্যামের পোস্ট, পাল্টা SFI-র আক্রমণে ছড়াল উত্তেজনা

2025-03-30 1 Dailymotion

Swar Garam : লন্ডনে কেলগ কলেজকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ। সোশাল মিডিয়ায় সরব তৃণমূল সমর্থকরা। 'কুকুর-বিড়ালকে মারবেন না, সুজন-সেলিমকে ছাড়বেন না', পোস্ট ফ্যামের। লন্ডনে কেলগ কলেজ কাণ্ডে পাল্টা হুঙ্কার সৃজন ভট্টাচার্য ও দেবাঞ্জন দে-র। 'একজন এসএফআই কর্মীর ওপর আঘাত এলেও আগুন জ্বলবে'। 'যদি কেউ মনে করে গুড় বাতাসা নিয়ে আসবে, তাহলে আমরা চমচম নিয়ে তৈরি'। 'এসএফআই কর্মীরা চমচম, সন্দেশ নিয়ে দাঁড়িয়ে থাকবে কোলাকুলির জন্য'। 'তৃণমূল ও বিজেপি নেতারা হুমকি দিচ্ছে'। 'কিন্তু মনে রাখবেন এটা ২০২৫ চালিয়ে খেলা হবে', আক্রমণ দেবাঞ্জনের।