¡Sorpréndeme!

PM Narendra Modi : 'দেশবাসীকে খাটো করেছে কংগ্রেসি-কানুন', আক্রমণে মোদি

2025-03-30 2 Dailymotion

ABP Ananda LIVE : ১২ বছর পরে নাগপুরে আরএসএসের দফতরে প্রধানমন্ত্রী। সঙ্ঘ প্রধানের সঙ্গে সাক্ষাৎ মোদির। 'আরএসএস ভারতের অমর সংস্কৃতির আধুনিক অক্ষয় বট'। নাগপুরের RSS দফতরে গিয়ে কংগ্রেসকে আক্রমণ মোদির। 'দেশবাসীকে ছোট করে দেখানোর জন্য কংগ্রেসি আইন আনা হয়েছিল। রাজপথ এখন কর্তব্য পথ'।  সংগঠন-সমর্পণ-সেবার ত্রিবেণী সঙ্ঘ। আরএসএস ভারতের অমর সংসকৃতির আধুনিক অক্ষয় বট। 'আমি' নই, 'আমরা', এটাই মন্ত্র সঙ্ঘের। নাগপুরের অনুষ্ঠানে বললেন মোদি। আরএসএসের অনুষ্ঠানে নাগপুরে মোদি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মুখে মোহন ভাগবতের সঙ্গে কথা। সঙ্ঘই আমাদের দিশা দেখায়, মন্তব্য মোদির। ২০১৩-র পর ২০২৫। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার সঙ্ঘের দফতরে মোদি। ভাগবতের সঙ্গে আরএসএস সমৃতি মন্দিরে প্রধানমন্ত্রী। রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান।