ABP Ananda LIVE: আগে মোথাবাড়ি পৌঁছনোর আগে আক্রান্তদের সঙ্গে কথা বিজেপি রাজ্য সভাপতির ।পুলিশের ভূমিকায় ক্ষোভ সুকান্ত মজুমদারের । মোথাবাড়িতে অশান্তির পর গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে পুলিশ' । ক্ষমতার অপব্যবহার করছে পুলিশ, আক্রমণ সুকান্তর । পুলিশ এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে' । অবিলম্বে মালদায় আসুক জাতীয় মহিলা কমিশন' । 'রামনবমী পালন করবেন না, বাড়ি বাড়ি গিয়ে বলছে পুলিশ'
দেউচা পাচামিতে কোল ব্লকের নামে মিথ্যে প্রতিশ্রুতি, আদিবাসীরা প্রতারিত হয়েছেন' : শুভেন্দু
'দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের। দেউচা পাচামিতে কোল ব্লকের নামে মিথ্যে প্রতিশ্রুতি। দেউচা পাচামিতে আদিবাসীরা প্রতারিত হয়েছেন। দেউচায় কর্মসংস্থান নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে রাজ্য। দেউচায় আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। শিল্পের নামে মিথ্যে প্রচার মুখ্যমন্ত্রীর। আদিবাসীদের বঞ্চিত করে বাইরের লোকেদের পাট্টা দেওয়া হয়েছে। দেউচা পাচামি একটা বড় দুর্নীতি।