ABP Ananda Live: 'বারুইপুরে আমার গাড়ি ভেঙেছে জেহাদিরা'। আপনারা জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই'। 'এটা আমাদের বাঁচার লড়াই, সবাইকে একজোট হতে হবে', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
মালিকের ফ্ল্যাটে পরিচারকের বিবস্ত্র, রক্তাক্ত দেহ উদ্ধার ; চারু মার্কেটে নৃশংস হত্যাকাণ্ড !
চারু মার্কেটে নৃশংস হত্যাকাণ্ড ! মালিকের ফ্ল্যাটে পরিচারকের বিবস্ত্র, রক্তাক্ত দেহ উদ্ধার । স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু দিয়ে খুঁচিয়ে খুন ! অনুমান পুলিশের। মৃত আসানসোলের বাসিন্দা অবিনাশ বাউড়ির দেহে একাধিক আঘাতের চিহ্ন। কোন আক্রোশ থেকে এমন নৃশংসভাবে খুন? ঘনীভূত রহস্য। ফ্ল্যাটে একাধিক CC ক্যামেরা থাকলেও, রহস্যজনকভাবে সবকটিই অকেজো। গতকাল দুপুরে অবিনাশের সঙ্গে একজন দেখা করতে এসেছিলেন। সেই কি আততায়ী ? নাকি হত্যাকাণ্ডের নেপথ্য অন্য কেউ ? চারু মার্কেটে নৃশংস হত্যাকাণ্ডে ঘনীভূত রহস্য। আজ মালিকের পরিবারের সঙ্গেই বাড়ি ফেরার কথা ছিল অবিনাশের, তার আগেই খুন।