ABP Ananda LIVE: অক্সফোর্ডকাণ্ডের আঁচ এবার বাংলার রাজনীতিতে! মমতা বন্দ্যোপাধ্যায়ের বকতৃতা চলার সময় প্রশ্ন করার জন্য কোথাও আক্রান্ত হতে হলে তার ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিল SFI। গুড় বাতাসার পর বাংলার রাজনীতিতে শোনা গেল চমচম, ল্যাংচার কথা। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর বকতৃতা চলার সময় প্রশ্ন করার প্রতিবাদে এদিন বিভিন্ন কলেজে বিক্ষোভ দেখাল TMCP। সেখান থেকে CPM, SFI-কে মেরে ঘরে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।