ABP Ananda LIVE: চৈত্রের শুরু থেকেই, গরমের দাপট বাড়ছিলই। এবার, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসেই আশাহত হল গোটা রাজ্য। হাওয়া অফিস বলছে, সপ্তাহান্তেই, দক্ষিণবঙ্গে ৭ জেলায় তাপপ্রবাহ হতে পারে। কলকাতায়, ৩৮ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ। এর পাশাপাশি, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে।