¡Sorpréndeme!

Swar Garam: দেশজুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করল আরও শতাধিক ওষুধ, ইঞ্জেকশন

2025-03-29 5 Dailymotion

ABP Ananda Live: দেশজুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করল আরও ১০৪টি ওষুধ, ইঞ্জেকশন। তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ২৭টি ওষুধ। রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করেছে ১টি ওষুধ। ফেল করার তালিকায় রাজ্যের দুটি কোম্পানির ওষুধ রয়েছে। একটি সংস্থা হল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস। আরেকটি সংস্থা শ্রীরামপুরের স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার ল্যাক্টেট স্যালাইনের দুটি নমুনা আবার ফেল করেছে। এবার এ রাজ্যের কেন্দ্রীয় ল্যাবেও পরীক্ষায় ফেল করল RL। শ্রীরামপুরের ওষুধ কোম্পানির অ্যামোক্সিসিলিন. পটাশিয়াম ক্ল্যাভিউনেট ট্যাবলেটও গুণমান পরীক্ষায় ফেল করেছে।