Swar Garam : কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে ধুন্ধুমার। রামনগরে আহত অখিল গিরি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের। কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোট শুরু হতেই তৃণমূল-বিজেপি সমর্থক হাতাহাতি, ধস্তাধস্তি। পুলিশের সামনেই বিজেপি নেতাকে হুঁশিয়ারি সুপ্রকাশ গিরির। কার দখলে কাঁথি কৃষি সমবায়? ফল ঘোষণা শুরু হতেই উৎসবে তৃণমূল। ৭৮টির মধ্যে ১৩টিতে প্রার্থীই দিতে পারল না বিরোধীরা ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩টি আসনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ভোটের সময় অশান্তি, ফল ঘোষণা শুরু হতেই তৃণমূলের বিজয় উল্লাস। সমবায় ভোট ঘিরে কুরুক্ষেত্র কাঁথি, দিনভর পিতা-পুত্রের দাপাদাপি !