ABP Ananda LIVE: কার দখলে কাঁথি কৃষি সমবায়? ফল ঘোষণা শুরু হতেই উৎসবে তৃণমূল। ৭৮টির মধ্যে ১৩টিতে প্রার্থীই দিতে পারল না বিরোধীরা ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩টি আসনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ভোটের সময় অশান্তি, ফল ঘোষণা শুরু হতেই তৃণমূলের বিজয় উল্লাস। সমবায় ভোট ঘিরে কুরুক্ষেত্র কাঁথি, দিনভর পিতা-পুত্রের দাপাদাপি !