ABP Ananda Live: 'কলকাতার কাছাকাছি অনেকগুলো অঞ্চল রয়েছে যা ভূমিকম্প প্রবণ। কলকাতা শহরে কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তাতে কলকাতার কোন কোন জায়গা seismic রিস্ক প্রবণ সেগুলি ম্যাপিং করা হয়েছে। তাতে দেখা গেছে কলকাতা শহর seismic রিস্ক থেকে দূরে নেই। এতে নিশ্চিত ভাবে বলা যায় কলকাতা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ এলাকা।' বললেন GSI-র ডেপুটি ডিরেক্টর শৈবাল ঘোষ।