ABP Ananda LIVE : 'দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের'। 'দেউচা পাচামিতে কোল ব্লকের নামে মিথ্যে প্রতিশ্রুতি'। 'দেউচা পাচামিতে আদিবাসীরা প্রতারিত হয়েছেন'। 'দেউচায় কর্মসংস্থান নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে রাজ্য'। 'দেউচায় আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা'। 'শিল্পের নামে মিথ্যে প্রচার মুখ্যমন্ত্রীর'। 'আদিবাসীদের বঞ্চিত করে বাইরের লোকেদের পাট্টা দেওয়া হয়েছে'। 'দেউচা পাচামি একটা বড় দুর্নীতি'। আক্রমণে শুভেন্দু'।