ABP Ananda LIVE : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তৃণমূলে কী ফিরতে চলছেন শোভন চট্টোপাধ্য়ায় ?জল্পনা জিয়ে রেখেই 'পরিস্কার আকাশে'র ইঙ্গিতপূর্ণ বার্তা শোভনের। 'আকাশ পরিস্কার হলে তারা দেখা যাবে'। 'আমি ভাল আছি, সবাই ভাল থাকুন'। মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের।