ABP Ananda LIVE: ফ্ল্যাটের দরজা খুলতেই চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। ঘরের কোণে কোণে ছড়ানো পৃথিবীর নানা দেশ থেকে আনা রকমারি সব মেমেন্টোজ। ইতালি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, মালয়েশিয়া, জার্মানি, ভ্যাটিকান সিটি, প্যারিস...গুণতে গুণতে শেষ করাই মুশকিল। মল্লিকা নিজের ফ্ল্যাটের অন্দরমহলটা কেমন সাজিয়েছেন দেখুন।