ABP Ananda Live: থানায় তুলে নিয়ে গিয়ে SFI নেত্রীকে মারধরের অভিযোগ। মেদিনীপুরের এই মামলায় থানা-সহ সমস্ত CCTV ফুটেজ এবং ডিজিটাল ফুটেজ খতিয়ে দেখার জন্য, রাজ্য় পুলিশের IG মুরলীধর শর্মাকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অন্য়দিকে, DSO নেত্রীকে পুলিশি অত্যাচারের অভিযোগের ক্ষেত্রেও, IPS অফিসার মুরলিধর শর্মাকে, CCTV ফুটেজ এবং ডিজিটাল নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে প্রস্তাব দিয়েছে আদালত।