ABP Ananda Live: বাংলায় তোলপাড় ফেলে ভূতুড়ে ভোটার ইস্যু এবার রাজধানীতে! নির্বাচন কমিশনে গেল বিজেপি, তারপরেই তৃণমূল। অভিযোগ জানিয়ে এল বিজেডিও। যেখানে বিজেপি, সেখানেই কেন ভুয়ো ভোটার? কমিশনের জবাবে সন্তুষ্ট নয় তৃণমূল। পাল্টা সিইও দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির। আঁতাঁতের অভিযোগ। ভোটার তালিকায় ভূত, উত্তাল সংসদ। আলোচনার প্রস্তাব খারিজ। রাজ্যসভা থেকে তৃণমূল-সহ বিরোধীদের ওয়াকআউট। পাশে দাঁড়াল কংগ্রেসও। ভোটার তালিকায় গরমিল। ERO, DEO, CEO পর্যায়ে অমীমাংসিত সমস্যার সমাধান কীভাবে? এপ্রিলের মধ্যে রাজনৈতিক দলের মতামত চাইল কমিশন। তাপসীর পরে তালিকায় আরও বিজেপি সাংসদ-বিধায়ক। হুঁশিয়ারি তৃণমূলের। বিজেপি ছেড়ে তৃণমূলে, শুভেন্দুর চ্যালেঞ্জের পাল্টা তাপসী। মমতার সঙ্গে নবান্নে আধ ঘণ্টার সাক্ষাৎ। দলবদলের জল্পনা উড়িয়ে মুখ খুললেন নৌশাদ। নবান্নে মমতা-নৌশাদের সাক্ষাতের ২৪ ঘণ্টার মধ্যেই অশান্ত ভাঙড়। তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ কর্মীদের উপর হামলার অভিযোগ। মানতে নারাজ আইএসএফ।