ABP Ananda Live: পানিহাটির প্রায় তিরাশি বিঘার অমরাবতী মাঠে কি পুরসভার মদতেই থাবা বসানোর চেষ্টা করছে প্রোমোটার-রাজ? এই অভিযোগ নিয়ে শোরগোল পড়তেই, শুক্রবার পানিহাটির পুরপ্রধানকে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু তারপর বাহাত্তর ঘণ্টা কেটে গেলেও পদ না ছাড়ায়, তাঁকে ফোন করেন ফিরহাদ হাকিম। কিন্তু পুরপ্রধান বলছে, তিনি চক্রান্তের শিকার!