¡Sorpréndeme!

BJP News: ওয়াকআউটের করে বিধানসভার বাইরে বিক্ষোভ অব্যাহত বিজেপি বিধায়কদের

2025-03-12 0 Dailymotion

ABP Ananda Live: ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত হলেও, রাজ্যে তা ক্ষুণ্ণ হচ্ছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে বিজেপি।  কিন্তু অধ্যক্ষ সেই প্রস্তাব খারিজ করে দেন। এরপর ওয়াকআউটের করে বিধানসভার বাইরে এসেও বিক্ষোভ অব্যাহত থাকে বিজেপি বিধায়কদের। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "যেভাবে নৃশংসভাবে, নৃশংস শব্দটা আমি বলছি, ওরা আমাদের সরকারি কাগজগুলি ছিঁড়ছিল আমার খুব কষ্ট হচ্ছিল। সেই জন্যই আমি বাধ্য় হয়ে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে বা এরপর থেকে কোনও সরকারি কাগজ ওদের দেওয়া হবে না।"