ABP Ananda Live: 'দশ মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। তখন তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব', হুঁশিয়ারি দিলেন শুভেন্দুঅধিকারী। বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিধায়ক সওকত মোল্লাও পাল্টা হুমকি দিয়ে বলছেন, গায়ে হাত লাগালে আমরাও দেখে নেব।