ABP Ananda Live: জীবনানন্দ কবিতায় প্রশ্ন করেছিলেন, "মৃতেরা কোথাও নেই, আছে?" কিন্তু এরাজ্যের ভোটার লিস্টে মৃতরা বহাল তবিয়তেই আছেন। বহু বছর আগে মৃতের নাম, এখনও কোথাও কোথাও জ্বলজ্বল করছে ভোটার লিস্টে! আবার উল্টোটাও আছে। দিব্যি জলজ্যান্ত আছেন, কিন্তু ভোটার তালিকা থেকে উধাও হয়ে গেছে নাম।!