ABP Ananda Live: কোথাও তৃণমূল নেতার পরিবারের মৃত সদস্যের নাম ভোটার তালিকায়। আবার কোথাও তৃণমূল নেতা নেত্রীরই নাম দুই জায়গায়। ভূতুড়ে ভোটারের অভিযোগ তোলা তৃণমূলের একাংশকে নিয়েই এবার তৈরি হয়েছে বিতর্ক। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূলের ব্লক সভাপতির মৃত মায়ের নাম এখনও বাদ পড়েনি ভোটার তালিকা থেকে। মুর্শিদাবাদের ডোমকলে আবার তৃণমূলের অঞ্চল সভাপতির নাম রয়েছে একই বিধানসভা কেন্দ্রের দুই বুথের ভোটার তালিকায়। নদিয়ার কালিগঞ্জেও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির নাম দুই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। উল্টোদিকে বাঁকুড়ায় আবার তৃণমূলের অঞ্চল সভাপতির নাম ডিলিট করে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। বীরভূম, পুরুলিয়া, থেকে কোচবিহার.. সর্বত্রই ভোটার তালিকায় এমন ভুরি ভুরি গরমিলের অভিযোগ সামনে আসছে