¡Sorpréndeme!

Fake Voters: বাংলাদেশের ভোটার, নাম রয়েছে বাংলার ভোটার তালিকাতেও!

2025-03-12 1 Dailymotion

ABP Ananda Live: বাংলাদেশে ভোট দেন যিনি, তাঁর নাম রয়েছে বাংলার ভোটার তালিকাতেও! এমনই ভূতুড়ে ঘটনা ঘটেছে এরাজ্য়ে। যাঁর নাম রয়েছে, তাঁর ছেলেই বলছেন, তাঁর বাবা বাংলাদেশের বাসিন্দা, এবং সেখানকারই ভোটার। এই ঘটনা ধরা পড়েছে কাটোয়ায়। আবার সেখানেই দেখা যাচ্ছে, এক ব্যক্তির ছেলে হিসেবে যার নাম রয়েছে, তিনি তাঁর ছেলেই নন। আবার বাংলাদেশ থেকে এক নামে এসে, এরাজ্যে আরেক নামে ভোট দিচ্ছেন, এ হেন ঘটনাও ধরা পড়েছে।