ABP Ananda Live: কোথাও ভোটার আছে, নাম নেই! কোথাও নাম আছে, ভোটার নেই! বিধানসভা ভোটের একবছর আগে ভোটার তালিকায় ভূতুড়ে কাণ্ড! কিন্তু, এই ভূতুড়ে ভোটাররা কারা? তা নিয়েই সমমুখ সমরে নেমেছে তৃণমূল এবং বিজেপি। বিজেপির দাবি, এই ভূতুড়ে ভোটারদের সিংহভাগই আদতে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা। যাদের নাম তালিকায় ঢোকাচ্ছে তৃণমূল। অন্য়দিকে, তৃণমূলের দাবি, ভূতুড়ে ভোটারদের সিংহভাগ ভিন রাজ্য়ের। বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে যা করাচ্ছে। মঙ্গলবারও জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে অমিত মালব্য় অভিযোগ করেছেন, অবৈধ ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের বড় অংশকে পশ্চিমবঙ্গে থাকার সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। পাল্টা কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ও জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এসে, দাবি করেছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এপিক কার্ডে দেখা যাচ্ছে হরিয়ানা, পঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশের বাসিন্দার নাম।