ABP Ananda Live: ভুয়ো ভোটার ইস্য়ুতে সরগরম দিল্লি। গতকাল সংসদে এ নিয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস। ভুয়ো ভোটার ইস্য়ুতে আলোচনার দাবি খারিজ হতেই রাজ্য়সভা থেকে ওয়াক আউট করল তৃণমূল ও BJD. অবিজেপি রাজ্য়গুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য় ভোটিং ব্য়বস্থাটাকে নিয়ন্ত্রণে আনতে চাইছে বিজেপি, অভিযোগ করছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এটা স্পষ্ট যে কেন্দ্র কিছু লুকোতে চাইছে, অভিযোগ, বিজু জনতা দলের সাংসদ সস্মিত পাত্রর। পাল্টা কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলছেন, যে তৃণমূলকে ছোঁবে, সেই শেষ। দিল্লি বিধানসভা ভোটের ফলের প্রসঙ্গেও টেনেছেন তিনি।