ABP Ananda Live: সোমবার ক্যাম্পাসে সাদা পোশাকে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে প্রবেশ করল পুলিশ। ঢুকে গেল একেবারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভিতরে। ক্য়াম্পাসে পুলিশ ঢোকার তীব্র প্রতিবাদ করেছেন আন্দোলনকারী পড়ুয়ারা।এদিকে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিজেদের মধ্যে বৈঠকে বসে যাদবপুর কর্তৃপক্ষ। এরপর দুপুর ৩টের সময় পড়ুয়াদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও, ডেপুটেশন দিয়েই বেরিয়ে যান আন্দোলনকারীরা। ফলে, এদিনও কাটল না জট।